প্রকাশিত: Sat, Mar 9, 2024 11:10 AM
আপডেট: Sat, May 10, 2025 4:50 AM

[১]স্টেট অব ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ঘরে-বাইরে আক্রমণের মুখে গণতন্ত্র

সাজ্জাদুল ইসলাম: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের যৌথ অধিবেশনে বৃহস্পতিবার রাতে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে এই মন্তব্য করেন। সূত্র :বিবিসি, সিএনএন

[৩] জো বাইডেন নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ভোটারদের সমর্থন লাভের চেষ্টায় মধ্যবিত্তের জন্য তার বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং তার কর ব্যবস্থাপনা, পররাষ্ট্রনীতি ও প্রজনন অধিকারের বিষয়কে সমর্থন করেন। 

[৪] প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনা করেন জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর চাঁদ পরিশোধে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন।

[৫] ট্রাম্পের অবস্থানকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন বাইডেন। ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দেন বাইডেন। 

[৬] তিনি বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। বাইডেন বলেন, ‘আমরা সরে যাব না।’ জো বাইডেনের এ ভাষণের আগে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভ করেন অনেকে। 

[৭] মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন অগ্রসর হচ্ছেন। আরও সহায়তা পাওয়ার মাধ্যমে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে। [৮] জো বাইডেন তার ভাষণে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) দাঙ্গার প্রসঙ্গ এনে বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাইডেন মার্কিন আইনপ্রণেতাদের প্রতি এক হতে এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার আহ্বান জানান।

[৯] মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে নানাভাবে ট্রাম্পকে আক্রমণ করেন। তার সমালোচনা করেন। তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করেই বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে নতি স্বীকার করেছিলেন। সম্পাদনা: ইকবাল খান